আকরাম হোসেন দুলাল: রাজনীতিতে বন্ধু থেকে শত্রুর সংখ্যাই বেশি হয়, রাজনীতি প্রায় যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ এবং বেশ বিপদজনক।
আপনি যত স্বচ্ছ আর পরিচ্ছন্ন থাকবেন রাজনীতির ময়দানে আপনাকে ঠিকে থাকতে অনেক যুদ্ধ করতে হবে। যুদ্ধে আপনাকে একবারই হত্যা করা যায়, কিন্তু রাজনীতিতে অনেকবার।
তবে আমি মনে করি রাজনীতিতে ঠিকে থাকা সাময়িকের জন্য আর রাজনীতি থেকে সততা, স্বচ্ছতা আর পরিচ্ছন্নতার শিক্ষা সারাজীবনের জন্যে।
রাজনৈতিক শক্তি আর প্রভাব কাজে লাগিয়ে মানুষের পাশে থেকে মানুষের সমস্যার সমাধান, একটা সফল রাজনীতি এবং সেটা একজন সফল রাজনীতিবিদের বৈশিষ্ট্য।
আমার রাজনীতি দেশ আর মানুষের জন্য, নিজের জন্য নয়। যতদিন রাজনীতিতে থাকব মানুষের আস্থা আর ভালোবাসা নিয়েই থাকবো। ইনশাআল্লাহ।