চট্টগ্রাম:সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিটি এস.বি.) তথা গোয়েন্দা সংস্থা কর্তৃক গঠিত সিটিজেন ফোরাম (সাবেক পুলিশিং কমিটি)-এর নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁন্দগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম রুবেল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় তার সামাজিক কর্মকাণ্ড, নেতৃত্বগুণ এবং সংগঠনিক দক্ষতার কারণেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। নাগরিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
নির্বাচনের পর প্রতিক্রিয়ায় খোরশেদ আলম রুবেল আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আমি এলাকাবাসীর শান্তি, শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। জনগণের আস্থা ও সহযোগিতায় একটি নিরাপদ সমাজ গঠনে অবদান রাখতে চাই।”
এলাকার সচেতন মহল মনে করেন, তার অন্তর্ভুক্তি সিটিজেন ফোরামকে আরও কার্যকর ও গতিশীল করে তুলবে।