বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ফাহিমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ অনুযায়ী, কালুরঘাট সিএনজি স্টেশনে চাঁদাবাজি, নারী নির্যাতন, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং হামলার মতো অপরাধে ফাহিম দীর্ঘদিন ধরে জড়িত।
স্থানীয়দের ভাষ্য, ফাহিম অসহায় দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেই ক্ষান্ত হননি; বরং তার বিরুদ্ধে নারী নির্যাতনের মতো অপরাধে একাধিক মামলা রয়েছে বোয়ালখালী থানায়। প্রশাসনের হাতে এসব তথ্য থাকলেও, এখন পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরে ফাহিম কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে গোপনে বোয়ালখালীসহ আশপাশের এলাকায় অবস্থান করছে। অভিযোগ রয়েছে, বর্তমানে সে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড মোহরা এলাকায় তার মামা বিএনপি নেতা মনসুরের বাসায় আশ্রয় নিয়েছে। এছাড়া মৌলভীবাজার ইউসেপ টেকনিক্যাল সেন্টারের সামনে এবং মরিয়ম ক্লাবের পাশে তাকে প্রায়ই আড্ডা দিতে দেখা যায়।
স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণের অভিযোগ, ফাহিম গোপনে বোয়ালখালীতে এসে সাংবাদিকসহ নিরীহ মানুষকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলেছে, যেন কেউ তার অপরাধ নিয়ে প্রতিবাদ না করে বা গণমাধ্যমে প্রকাশ না করে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
জনগণের প্রশ্ন, প্রশাসনের চোখের সামনেই কীভাবে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে? তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও গ্রেপ্তার না হওয়া প্রশাসনের নিরবতা নিয়ে জনমনে চরম অসন্তোষ সৃষ্টি করেছে।
ওসি’র বক্তব্য: অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন,
“নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম ফাহিমকে ধরার জন্য বোয়ালখালী থানা তৎপর রয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তাধীন, এবং তাকে গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে আমরা আশাবাদী। আইন লঙ্ঘনকারীর কোনো রেহাই নেই।”
জনগণের দাবি
বোয়ালখালীর সাধারণ জনগণ দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে। তারা দাবি করেছে, শহিদুল ইসলাম ফাহিমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং এলাকাবাসীকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা হোক।