চট্টগ্রাম সংবাদ ডেস্ক: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন রাহুল (২২) ও মনির হোসেন (২৫)। প্রথমে তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনই শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন রাহুল ও মনির।
এ ঘটনার পর শাহবাগে ৩০ দলের সমাবেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি ওঠে। রাজনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক এই সংঘর্ষ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।