চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের তোলপাড় সৃষ্টি করেছে ছাত্ররাজনীতির রঙ বদলের ঘটনা। নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ ক্যাডার আবরার ফারাবী এখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বড় নেতা। হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হয়ে উঠেছেন তিনি।
চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সামনে রেখে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কারণ শিবিরের প্যানেলে প্রার্থীর তালিকায় সাবেক ওই ছাত্রলীগারের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।
আবরার ফারাবী বর্তমানে চবি’র ইসলামিক আরবি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেস-এর সক্রিয় কর্মী ছিলেন। এ উপপক্ষের নেতৃত্বে থাকা বেশিরভাগই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। আবরার ফারাবী নিজেও আ জ ম নাছিরের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবরার ফারাবী বলেন, “আমি ক্যাম্পাসে যখন আসি, তখন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছিলাম। হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হতো, তাই ছাত্রলীগ করেছি।”
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন অভিযোগ করে বলেন, “ছাত্রলীগের রাজনীতিতে যারা আগে সক্রিয় ছিলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে ছাত্রশিবির নিজেদের শক্তি বাড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে শিবিরকে আতাতের অভিযোগ যে তোলা হয়, চবির এই ঘটনাই তার বড় প্রমাণ।”