চট্টগ্রামের বোয়ালখালীর খিতাপচরে ফের চাঁদাবাজ সন্ত্রাসীদের তাণ্ডবের ঘটনা ঘটেছে। চাঁদা আদায়ের উদ্দেশ্যে বাপ্পু, ফারুক ও সোহেল নামের দুর্ধর্ষ তিন সন্ত্রাসী স্থানীয় শহীদুল বশরের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় শহীদুল বশরের দুই ছেলে গুরুতরভাবে আহত হয়। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পু ও ফারুক ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আওয়ামী লীগে যুক্ত হয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করে। সেই সময় থেকেই তারা খিতাপচরে চাঁদাবাজি, ডাকাতি, অনলাইন জুয়া, মাদক ব্যবসা সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
অভিযোগ রয়েছে, তারা শুধু অপরাধে জড়িত নয়; এলাকায় তরুণ সমাজকে নষ্ট করছে, স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের ইভটিজিং করছে এবং অসংখ্য যুবককে অপরাধের পথে ঠেলে দিচ্ছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান—বাপ্পু, ফারুক ও সোহেল এখন আতঙ্কের নাম। তাদের কারণে গ্রামের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এলাকাবাসীর একটাই দাবি—এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চাই। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।