বোয়ালখালী, চট্টগ্রাম ● বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ৫ জুন থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী পরিবেশ বিষয়ক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার, ২০ জুন ২০২৫, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের নেতা আজিজ উল হামিদ সম্রাট। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন এবং অধ্যক্ষ মহসিন স্যার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ—সাকিব, সালমান জিহান, আজিজ, জুবায়ের, আসিফ, জুবায়েদ ও ইসমাম প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল পরিবেশ রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।