চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল এলাকায় বৃহস্পতিবার (২১ আগষ্ট) ভোরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি অস্ত্র ও মোবাইল ফোন।
ভোরের আতঙ্ক
ভোর রাত প্রায় ৪টার দিকে হঠাৎ করে সেনারা পুরো কধুরখীল গ্রাম ঘিরে ফেললে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিস্তব্ধ ভোরে ভারী বুটের শব্দ, টর্চলাইটের ঝলকানি ও হঠাৎ হৈচৈয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা। অনেক পরিবার দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে সঙ্কুচিত হয়ে থাকেন।
আটককৃত ও জব্দকৃত অস্ত্র
অভিযানে আটক হন রহমান ফকিরের বাড়ির মো: জাকির হোসেন (৫২), মো. আরমান হোসেন জিসান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)। তাদের কাছ থেকে সেনারা উদ্ধার করে —২টি দেশীয় পিস্তল, ৩টি ধারালো ছোরা, ২টি সেলফ ডিফেন্স স্টিক, ৩টি মোবাইল ফোন
সেনা সূত্র ও পুলিশের কাছে হস্তান্তর
সেনা সূত্র জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোয়ালখালী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্থানীয়দের মতে, ভোরের সেই অভিযান ছিল ভীতিকর। তবে সেনা সদস্যদের উপস্থিতি ও আটককৃতদের পুলিশে হস্তান্তরের পর এলাকায় স্বস্তি ফিরেছে।
এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা ভয়ে কাঁপছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে অপরাধীদের শিকড় ধরা পড়তে শুরু করেছে।”