চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল ১ নম্বর ওয়ার্ডে পরান বেপারীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
গত ১৩ সেপ্টেম্বর সংঘটিত এ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এলাকা তিনি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ০৯টি পরিবারের মাঝে ত্রাণ ও সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম শওকত, সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বোয়ালখালী পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এরফান সহ বোয়ালখালী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।